News Category : NEWS

News : Notice for proper use and maintenance of the College Ground
Published On 10/11/2025



 বিজ্ঞপ্তি

Principal’s Office
Brahmananda Keshab Chandra College
 
কলেজ মাঠের সুষ্ঠু ব্যবহার ও রক্ষণাবেক্ষণের স্বার্থে নিম্নলিখিত নির্দেশাবলি জারি করা হলো—
1. মাঠে খালি পায়ে খেলা সম্পূর্ণ নিষিদ্ধ।
2. ভেজা মাঠে যেকোনো ধরনের খেলাধুলা কঠোরভাবে নিষিদ্ধ. 
3. মাঠের কোথাও গর্ত করা, উইকেট/স্টাম্প পুঁতে রাখা, ইট বা অনুরূপ কোনো বস্তু স্থাপন করা নিষিদ্ধ।
প্রয়োজনে প্লাস্টিক উইকেট ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।
4. মাঠ বা মাঠসংলগ্ন অবকাঠামোর কোনো ক্ষতি হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
 
সকলের সহযোগিতা কাম্য।
 
Principal
Brahmananda Keshab Chandra College